মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৯নং রাইপুর ইউনিয়ন পরিষদ কে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং অত্র ইউনিয়ন বাসির সার্বিক উন্নয়নের জন্য অত্র ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান জনাব মো:গোলাম সাকলায়েন সেপু এক যুগান্তকারী উদ্যোগ গ্রহন করেন্। এরই পরিপ্রেক্ষিতে 2023 এর বিভিন্ন ওয়ার্ড সভার জন্য় ইউনিয়ন সভাকক্ষে এক জরুরী সভার আয়োজন করেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ, শিশু শ্রোমবন্ধকরন, সন্ত্রাস ও নাশকতা দুরিকরন, সহ সকল অপকম্র দুরিকরন পূর্বক একটি শিথিল সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সচিব জনাব মো: মতিয়ার রহমান, সকল ইউপি সদস্যবৃন্দু এবং মহিলা সদস্যবৃন্দূ সহ স্থানীয় গন্যমান্যব্যাত্ক্তিরা।
-----------------------------------------------------------------------------------------------------------------
-মো: রাজু আহমেদ রিকাত। (উদ্দ্যোক্তা) রাইপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। /2023
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস