ফাইল
ছবি
Publish Date
২০২০-০১-০১
Archive Date
২০২১-১২-০১
বিস্তারিত
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৯নং রাইপুর ইউনিয়ন পরিষদ কে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং অত্র ইউনিয়ন বাসির সার্বিক উন্নয়নের জন্য অত্র ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান জনাব মো:গোলাম সাকলায়েন সেপু এক যুগান্তকারী উদ্যোগ গ্রহন করেন্। এরই পরিপ্রেক্ষিতে গত ০৬/১১/২০২০ রোজ: বৃহ:বার বেলা ১১.০০ ঘটিকার সময় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ডও সভার জন্য় ইউনিয়ন সভাকক্ষে এক জরুরী সভার আয়োজন করেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ, শিশু শ্রোমবন্ধকরন, সন্ত্রাস ও নাশকতা দুরিকরন, সহ সকল অপকম্র দুরিকরন পূর্বক একটি শিথিল সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সচিব জনাব মো: মতিয়ার রহমান, সকল ইউপি সদস্যবৃন্দু এবং মহিলা সদস্যবৃন্দূ সহ স্থানীয় গন্যমান্যব্যাত্ক্তিরা।
-----------------------------------------------------------------------------------------------------------------
-মো: রাজু আহমেদ রিকাত। (উদ্দ্যোক্তা) রাইপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। নভেম্বর/২০২০ ইং